ঢাকা উত্তর-দক্ষিণ আ’লীগের সম্মেলন ৩০ নভেম্বর

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এ সম্মেলন হবে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৯ ডিসেম্বর।