ঢাকায় ‘উবারপুল’ চালু করেছে রাইড-শেয়ারিং কোম্পানি উবার। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। বাংলাদেশে উবারের তৃতীয় বছরপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে উবারের পূর্ব ভারত ও বাংলাদেশের প্রধান রাতুল ঘোষ জানান, বাংলাদেশে গত তিন বছরে উবার কয়েক মিলিয়ন ট্রিপ সম্পূর্ণ করেছে। প্রতি সপ্তাহে হাজার হাজার নতুন চালককে সংযুক্ত করে উবারের গ্লোবাল। পোর্ট ফোলিওতে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ একটি মার্কেট হিসেবে স্থান করে নিয়েছে।
তিনি বলেন, ‘উবারপুল রাইড শেয়ারিংয়ে এমন একটি নতুন ধারণা, যা একজন যাত্রীকে একই যাত্রাপথের অন্যান্য যাত্রীদের সঙ্গে ট্রিপ শেয়ারের পাশাপাশি যাত্রাপথের খরচও ভাগাভাগি করে নেওয়ার সুবিধা দেবে। কম সংখ্যক গাড়িতে বেশি বহন করার উদ্দেশ্য থেকেই উবারপুলের মতো রাইড শেয়ারিং সার্ভিস চালু করা হয়েছে। এর ফলে সাশ্রয়ী মূল্যে যাত্রীদের সেবা দেওয়া যাবে। চালকদের দীর্ঘ সময়ের লাভজনক ট্রিপ দেওয়া ও শহরগুলোতে যানজট কমানো সম্ভব হবে। দূরত্বের জন্য উবার এক্স-এর ভাড়ার চেয়ে উবারপুলের ভাড়া ৪০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী হতে পারে।’
তিনি আরও বলেন, ‘গত তিন বছরে বাংলাদেশে মোবিলিটি ইকোসিস্টেমের (যাতায়াত ব্যবস্থা) একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পেরে আমরা গর্বিত। উবারপুল চালু করার মাধ্যমে আমরা মার্কেটের প্রতি আমাদের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছি। উবারে আমরা আরও বেশি কার্যকর কার পুলিং ব্যবস্থার জন্য প্রযুক্তির ব্যবহার করতে চাই। কারণ, আমরা বিশ্বাস করি এটি এই সার্ভিসের ভবিষ্যৎ।’