ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও কালবৈশাখী, চট্টগ্রামে ভূমিকম্প

চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও কালবৈশাখী হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায়, রবিবার দিবাগত রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও কালবৈশাখী হয়েছে। রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এ সময় রাজধানীতে ৫৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।

রবিবার রাত সোয়া নয়টায় চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু কিছু এলাকায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র ইএমএসসি বলছে, মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলে ৮০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের জানায়, রবিবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় সারা দেশেই বৃষ্টি ও কালবৈশাখী হয়েছে। রাঙামাটি, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগে বৃষ্টি ও ঝড় হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুর ও রাঙামাটিতে, ২৫ মিলিমিটার।

সোমবারও ঢাকা, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।