আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য ৪০ কোটি টাকা ব্যয় ধরেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই বাজেটের মধ্যে অর্ধেক ব্যয় ধরা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে।
নির্বাচন কমিশনের বাজেট শাখার উপ-সচিব মো. এনামুল হক জানান, দুই সিটি নির্বাচনের জন্য ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা।
এক্ষেত্রে প্রতি সিটিতে নির্বাচন পরিচালনা ব্যয় ১০ কোটি টাকা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ১০ কোটি, মোট ৪০ কোটি টাকা রাখা হয়েছে।
এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তাদের ভাতা, নির্বাচনী উপকরণসহ দ্রব্যমূল্য বাড়ায় নির্বাচন পরিচালনা ব্যয় বেড়েছে। যে কারণে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যয়ের সমপরিমাণ হয়েছে পরিচালনা ব্যয়। আগে মোট ব্যয়ের তিনের দুই ভাগ ব্যয় হতো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পেছনে।