দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সে যুক্ত হতে যাচ্ছে ব্যাংক খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ২৪ এপ্রিল থেকে কোম্পানিটিকে ডিএসইএক্স সূচকে যুক্ত করা হবে বলে গতকাল ডিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চলতি বছরের ২৫ জানুয়ারি পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে ইউনিয়ন ব্যাংক। এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাংকের আইপিও অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪২৮ কোটি টাকা উত্তোলন করেছে। উত্তোলিত অর্থে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ১২২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল প্রায় ১১৬ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ২ টাকা ৭ পয়সা। তবে আইপিও-পরবর্তী ব্যাংকটির ইপিএস হবে ১ টাকা ২৪ পয়সা।
এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউনিয়ন ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬ কোটি ৪১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময় মুনাফা ছিল ৬০ কোটি ৬০ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। আইপিও-পরবর্তী যা হবে ৩৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে আইপিও পূর্ববর্তী নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সায়। আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা হবে ১৪ টাকা ৮২ পয়সা।