ডিএসইএক্স ও ডিএস-৩০ সূচক সমন্বয়

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ও ব্লু-চিপ সূচক ডিএস-৩০ সমন্বয় করা হয়েছে। ফলে সূচকে বেশকিছু নতুন কোম্পানি যুক্ত হচ্ছে। অন্যদিকে বাদ পড়ছে কয়েকটি কোম্পানি। আগামী রোববার থেকে সূচক গণনায় নতুন যুক্ত হওয়া ও বাদ পড়া কোম্পানিগুলো বিবেচনায় নেয়া হবে। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ডিএসইএক্স সূচকে যুক্ত হচ্ছে নতুন ২৭ কোম্পানি। যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো রহিমা ফুড, প্রিমিয়ার সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, তমিজউদ্দিন টেক্সটাইল, মতিন স্পিনিং, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, হা-ওয়েল টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, মুন্নু ফ্যাব্রিকস, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ মনোস্পুল পেপার, ই-জেনারেশন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, ফার্স্ট ফাইন্যান্স, মিথুন নিটিং, জিলবাংলা সুগার মিলস, ইনডেক্স এগ্রো, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট।

সমন্বয়ের পর ডিএসইএক্সে অন্তর্ভুক্ত কোম্পানির মোট সংখ্যা দাঁড়াবে ৩৩৮টিতে। সমন্বয়ের আগে এ সংখ্যা ছিল ৩১১টি। বছরে একবার সূচকটি সমন্বয় করে ডিএসই।

অন্যদিকে ডিএস-৩০ সূচকে নতুন পাঁচটি কোম্পানি যুক্ত হচ্ছে। আর বাদ পড়ছে পাঁচটি কোম্পানি। যুক্ত হতে যাওয়া কোম্পানিগুলো ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রিড ও ফরচুন সুজ। আর সূচকটি থেকে বাদ পড়তে যাচ্ছে কনফিডেন্স সিমেন্ট, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, একমি ল্যাবরেটরিজ ও ইফাদ অটোস। প্রতি ছয়মাস অন্তর সূচকটি সমন্বয় করে থাকে ডিএসই।

সম্পর্কিত খবর