ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

ট্রাকচাপায় মাহবুব হাবিব হিমেল নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করেন তারা।

এসময় শিক্ষার্থীরা মহাসড়কের আশেপাশের সিসি ক্যামেরা ভাঙচুর করেন ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এই প্রতিবেদন লেখ পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিলেন।

এ বিষয়ে স্বাধীন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা ক্যাম্পাসের ভেতরেও নিরাপদ নয়। ক্যাম্পাসের ভেতরে আমার ভাইয়ের মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এর সঠিক জবাব না পাওয়া পর্যন্ত তারা রাস্তায় অনড় থাকবেন বলে জানান।

এদিকে ঘটনাস্থলে ভিড় করেছেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে নিহত শিক্ষার্থীর মরদেহ নিতে ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স আসে।

এর আগে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ সেখানে থাকা ট্রাকগুলোতে আগুন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাবির প্রক্টর লিয়াকত আলী বলেন, আমি জানতে পেরেছি হবিবুর হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নই। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এর জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করবে প্রশাসন।