সালমান শাহ-মৌসুমীকে জুটি করে নব্বইয়ের দশকের শুরুতে সোহানুর রহমান সোহান নির্মাণ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা। এটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর সোহানের হাত রূপালি ভূবনে পা রাখেন শাকিল খান। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের প্রথম সিনেোর পরিচালকও সোহানুর রহমান সোহান।
এবার এই নির্মাতা তার নতুন সিনেমার জন্য আনছেন নতুন নায়ক-নায়িকা। আর তাদের খুঁজে পেয়েছেন ভিডিওনির্ভর প্ল্যাটফর্ম টিকটক থেকে। নাম জিসান খান ও সানিয়া নূর। সোহানের নতুন সিনেমা ‘স্বপ্নের রাজকুমার’-এ নায়ক-নায়িকা হিসেবে থাকবেন তারা।সোমবার সন্ধ্যায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উপস্থিতিতে এফডিসিতে এর মহরত অনুষ্ঠিত হয়।
নায়ক-নায়িকা নির্বাচন নিয়ে সোহান বলেন, ‘অনেকদিন ধরেই এক ছেলের সঙ্গে আলোচনা হচ্ছিল। আমার বেশ পছন্দও হয়েছিল। কিন্তু পরিবার থেকে শেষ পর্যন্ত অনুমতি মেলেনি। পরে টিকটকের মাধ্যমে জিসানের খোঁজ পাই। সানিয়াও টিকটক করেন। টিকটকটা আমি নিয়মিত দেখি না। তাই অন্য একজন তাদের খোঁজটি প্রথমে আমাকে দেন। পরে তাদের কাজ দেখে অডিশন নিই।’
সোহান জানান, আপাতত তাদের গ্রুমিং চলছে। নভেম্বরের শেষে সিনেমার শুটিং শুরু হবে। আগামী বছরও এর কাজ চলবে।