ঝড়ে স্পিডবোট ডুবি, আরও এক শিশুর লাশ উদ্ধার

সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ে স্পিডবোট ডুবির ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উড়িরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্পিডবোট ডুবির ঘটনায় দুইজন নিখোঁজ ছিল। এর মধ্যে উদ্ধার শিশুটি নিখোঁজ যমজ বোন ইসরাত জাহান আদিফা ও ইসমত জাহান আলিফার মধ্যে একজন হবে বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। তাদের বাড়ি উপজেলার মগধরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তাদের বাবা ওমান প্রবাসী মো. আলাউদ্দিন।

সন্দ্বীপ ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, গুপ্তছড়া ঘাট থেকে ২৫ কিলোমিটার দূরে উড়িরচর এলাকায় লাশ ভাসার খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়। তবে এটি যমজ দুই শিশুকন্যার মধ্যে কার লাশ, তা শনাক্ত করা যায়নি। লাশ সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে স্পিডবোট ডুবির ঘটনা তদন্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনকে প্রধান করে এ কমিটি করা হয়। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার সকালে ৮টার দিকে কুমিরার গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে স্পিডবোট দুর্ঘটনা ঘটে।