চলতি বছরের আগস্টে তুরস্কের প্রাকৃতিক গ্যাস আমদানি ২৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ইউরোপজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশটিতেও। সংকট থেকে উত্তরণের লক্ষ্যেই আমদানি বাড়াচ্ছে দেশটি। তুরস্কের এনার্জি মার্কেট রেগুলেটরি অথরিটি (ইএমআরএ) মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্য বলছে, গত বছরের আগস্টে তুরস্ক প্রায় ৩৩৫ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস আমদানি করেছিল। কিন্তু চলতি বছরের একই সময় আমদানি বেড়ে ৪১৭ কোটি ঘনফুটে উন্নীত হয়েছে।
ইএমআরএ জানায়, আগস্টে তুরস্ক ৩৫২ কোটি ঘনফুট গ্যাস পাইপলাইনের মাধ্যমে আমদানি করে। বাকি ৬৪ কোটি ৪০ লাখ ঘনফুট এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আকারে আমদানি করা হয়। পাইপলাইমের মাধ্যমে আমদানি ২৭ দশমিক ৬ শতাংশ এবং এলএনজি আমদানি ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
আগস্টে তুরস্কের প্রধান আমদানি গন্তব্য ছিল রাশিয়া। দেশটি থেকে ২০৪ কোটি ঘনফুট গ্যাস আমদানি করা হয়। ৮৯ কোটি ৮২ লাখ ঘনফুট সরবরাহ করে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। আজারবাইজান থেকে আমদানি করা হয়েছে ৫৪ কোটি ৭০ লাখ ঘনফুট।
তুরস্কের মোট গ্যাস ব্যবহার ৪২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৬ কোটি ঘনফুটে।