জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সম্মেলন- ২০১৯ এর তারিখ পরিবর্তন করা হয়েছে। সারাদেশ থেকে কোম্পানির ৫ শতাধিক কর্মী ও কর্মকর্তা এতে অংশ নেবেন।
রাজধানী ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে এ সম্মেলন আয়োজন করা হয়েছে। ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ২ ডিসেম্বর অনু্ষ্ঠিত হবে।
কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানিয়েছেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোম্পানির চেয়ারম্যান ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। সম্মানিত অতিথি থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য ড. এম মোশাররফ হোসেন এফসিএ।
জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কোম্পানির ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দারসহ অন্যান্য পরিচালক ও শুভানুধ্যায়ী।