পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের মুনাফা বেড়েছে। কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কোম্পানিটির সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে জিপিএইচ ইস্পাতের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল প্রায় ৩০ কোটি টাকা। সেই হিসাবে মুনাফা বেড়েছে ১৩৬ কোটি টাকার বেশি বা সাড়ে পাঁচ গুণ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৭৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ১ পয়সা।
এদিকে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২২ নভেম্বর।
৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জিপিএইচ ইস্পাত। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৪ পয়সা। ৩০ জুন এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৫৯ পয়সা।