জিএম পদে আইসিবির ছয় কর্মকর্তার পদোন্নতি

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন প্রতিষ্ঠানটির ছয়জন কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্তরা হলেন মোহাম্মদ জাকের হোসেন, তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার পদে আইসিবিতে যোগদান করেন। মো. মফিজুর রহমান, তিনি ২০০৪ সালে সিস্টেম অ্যানালিস্ট পদে আইসিবিতে যোগদান করেন। মো. গোলাম রব্বানী, তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার পদে আইসিবিতে যোগদান করেন। মো. তালেব হোসেন, তিনি ১৯৯০ সালে সিনিয়র অফিসার পদে আইসিবিতে যোগদান করেন। মুজিবর রহমান খান, তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার পদে আইসিবিতে যোগদান করেন। রাজী উদ্দিন আহমেদ, তিনি ১৯৯০ সালে সিনিয়র অফিসার পদে আইসিবিতে যোগদান করেন।

জাকের হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তার এমকম ডিগ্রি সম্পন্ন করেন। মফিজুর রহামান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। গোলাম রব্বানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তালেব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে এমকম ডিগ্রি সম্পন্ন করেন। মুজিবর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে এমকম ডিগ্রি সম্পন্ন করেন। রাজী উদ্দিন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।