জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে চলা আন্দোলনে ছাত্রলীগের হামলা ও হল খালি করার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
এছাড়া তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে মিছিলে যোগ দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন নারী শিক্ষার্থীরা।
এর আগে, বিকাল ৩টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।