জাজের কর্ণধার আজিজের সঙ্গে নায়িকা অধরার প্রেমের গুঞ্জন

জাজের কর্ণধার আজিজের সঙ্গে নায়িকা অধরার প্রেমের গুঞ্জন

সেহরি করার সময় তোলা একটি ছবিকে কেন্দ্র করে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ও চিত্রনায়িকা অধরা খানের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। তাদের প্রেম চলছে- এমন খবরে ঢালি পাড়ার বাতাস ভারী হলেও সেই প্রেমের সত্যতা জানা যায়নি।

চলমান গুঞ্জন প্রসঙ্গে জানতে অধরার ফোনে কল করা হলেও সাড়া মেলেনি। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় (মেসেঞ্জার) নায়িকাকে বার্তা পাঠানো হলেও উত্তর মেলেনি।

এদিকে জানা গেছে, একাধিক প্রোজেক্ট নিয়ে হাজির হতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন প্রোজেক্টে বেশ কজন নতুন নায়িকার কাজের গুঞ্জন চাউর হয়েছে। তাদের মধ্যে অন্যতম অধরা খান।

দীর্ঘদিন ধরেই জাজের সঙ্গে নতুন প্রোজেক্টের ব্যাপারে কথা চলছে অধরার। তবে এখনও কোনো কাজ হয়ে ওঠেনি। আগামীতে কি হয় তা সময়ই বলে দেবে।