জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দ্রুত বিচার আদালতে ২০১৭ সালের পল্টন থানার একটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। ছাত্রদল নেতা আপেল মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার চিফ মেট্রোপলিটন বিচারক মইনুল ইসলামের আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে সাত্তার পাটোয়ারীকে কারাগারে পাঠায়। তার নামে আরও ৩টি মামলা রয়েছে।