ক’দিন ধরেই বলিপাড়ায় চর্চা চলছে বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’ নিয়ে। এর প্রধান দুই চরিত্র নিয়েও কম কানাঘুষা হয়নি।
ক’দিন আগেই চূড়ান্ত হলো, ‘রামায়ণ’ সিনেমায় রাম ও রাবনের চরিত্রে প্রথমবারের মত একসাথে দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশান ও রণবীর কাপুরকে। যেখানে রাবনের চরিত্রে হৃত্বিক ও রামের চরিত্রে রণবীর কাপুর।
বলিউড হাঙ্গামা বলছে, বলিউডের খ্যাতিমান নির্মাতা নিতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমার বাজেট আনুমানিক ৭৫০ কোটি রুপি! যার ভেতর রাম ও রাবণ চরিত্রে অভিনয়ের জন্য ৭৫ কোটি রুপি করে পারিশ্রমিক নিচ্ছেন রণবীর ও হৃত্বিক।
জানানো হয়, বাহুবলী কিংবা কেজিএফ এর মতো ‘রামায়ণ’ হবে তিন পর্বে।
এদিকে সীতা চরিত্রের জন্য কারিনা কাপুরের অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও সেটির সত্যতা সম্পর্কে কিছু জানা যায়নি। তাছাড়াও চরিত্রটির জন্য কারিনাকে তেমন উপযুক্তও ভাবছেন না নির্মাতা।
শোনা যাচ্ছে, আগামী বছরের শেষ দিকে শুটিং শুরু হবে ‘রামায়ণ’ সিরিজের । যার প্রযোজনায় থাকছেন মধু মন্টেনা।