চুরির দশ দিনেও উদ্ধার হয়নি মটর সাইকেল!

 

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল দশ দিনেও উদ্ধার হয়নি। মোটর সাইকেল এর মালিক গোলাপ বির্ল্ডাস এর ম্যানেজিং ডিরেক্টর মো: ইব্রাহীম হোসাইন আশীক অভিযোগ করে বলেন, থানায় মামলা হওয়ার পরও মোটর সাইকেলের উদ্ধারে জোরালো কোন ভুমিকা নেই আইনশৃঙ্খলা বাহিনীর।

অর্থবাংলাডটকমকে আশীক বলেন, গত ২৫ জানুয়ারী সকালে ফার্মগেট এলাকার তেজগাও কলেজের পাশে প্রিন্স হোটেলের সামনে থেকে মটর সাইকেলটি কে বা কারা চুরি করে করে নিয়ে যায়। এ বিষয়ে তিনি রাজধানীর শের-ই- বাংলা নগর থানায় মামলা করেছেন। এবং একই সাথে সংশ্লিষ্ট এলাকার কমিশনার ফরিদুর রহমান ইরানকে জানিয়েছেন। কিন্তু চুরির দশ দিন পেরুলেও মটর সাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।  অথচ সংশ্লিষ্ট এড়িয়ার সিসি টিভির ভিডিও ফুটেজ পারে গাড়ি চোর শনাক্ত করতে, অথচ প্রশাসন নিশ্চুপ।

রাজধানীর শের-ই- বাংলা নগর থানায় দায়ের করা মামলায় চুরি হওয়া লাল রংয়ের এপাচি ডাবল ডিক্সের মটর সাইকেলটির দাম ১ লক্ষ ৯০ হাজার টাকা উল্লেখ রয়েছে।