চীনের তৈরি বিশেষ যুদ্ধবিমান কিনল পাকিস্তান

চীনের কাছ থেকে জে-১০সি মডেলের ২৫টি যুদ্ধবিমান কিনেছে পাকিস্তান।

সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে ভারত রাফাল যুদ্ধবিমান কেনার পরই পাকিস্তান নিজেদের যুদ্ধবিমানের বহর শক্তিশালী করল।

চীনের প্রতিরক্ষা বাহিনীর বহরে থাকা যুদ্ধবিমানগুলোর মধ্যে সবচেয়ে বেশি আস্থা রাখার মতো একটি হলো জে-১০সি মডেলের এই যুদ্ধবিমান।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, আগামী ২৩ মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানের কুচকাওয়াজে যুদ্ধবিমানগুলো দেখানো হবে। জে-১০সি মডেলের এ যুদ্ধবিমান সব ধরনের আবহাওয়ায়, বিশেষত রাতে, অভিযানের জন্য উপযোগী করে তৈরি।

ভারতের রাফাল কেনার প্রতিক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তান বিমানবাহিনী এই মহড়া চালাবে বলে উল্লেখ করেন তিনি।

ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, পাকিস্তানের বহরে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। এফ-১৬–কে ফ্রান্সের রাফালের মতোই সমান শক্তিশালী মনে করা হয়।

কিন্তু ফ্রান্সের কাছ থেকে ভারত রাফাল কেনার পর পাকিস্তান বহুমুখী কাজে লাগানো যায়—এমন একটি যুদ্ধবিমান কেনার চেষ্টা করছিল। তারই অংশ হিসেবে চীন থেকে জে-১০সি কিনল।