চার মাসের মধ্যে সর্বশেষ সপ্তাহে কমেছে ভিয়েতনামের রফতানীকৃত চালের মূল্য। একই সময়ে ভারত ও থাইল্যান্ডের চালের দামও কমেছে। চাহিদা কমার ফলে চালের মূল্যে এমন পতন দেখা যায়। ভিয়েতমানের ৫ শতাংশ ভাঙা চালের মূল্য দাঁড়িয়েছে প্রতি টন ৩৯৫-৪০০ ডলার পর্যন্ত। ২০২১ সালের আগস্টের পর এটিই দেশটির রফতানীকৃত চালের সর্বনিম্ন মূল্য। এক সপ্তাহ আগে ভিয়েতনামের উল্লিখিত চালের মূল্য ছিল টনপ্রতি ৩০০-৪০৫ ডলার। খবর বিজনেস রেকর্ডার।
হো চি মিন শহরের এক ব্যবসায়ী জানান, ছুটির কারণে বিক্রয় কমেছে। এ সময়ে অভ্যন্তরীণ সরবরাহও কমেছে বলে জানান এ ব্যবসায়ী। ফেব্রুয়ারি থেকে শীত-বসন্তকালীন মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত সরবরাহ বাড়ার কোনো সম্ভাবনাও নেই বলে জানান তিনি।
২০২১ সালে ভিয়েতনামের চাল রফতানি দশমিক ৫ শতাংশ কমে ৬২ লাখ টনে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। এ সময়ে চাল রফতানি থেকে দেশটির রাজস্ব আয় ৫ শতাংশ বেড়ে ৩৩০ কোটি ডলার দাঁড়াতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছিল।
এ সময়ে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দাঁড়িয়েছে প্রতি টন ৩৮৭-৩৯৬ ডলার। এক সপ্তাহ আগে উল্লিখিত চালের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ছিল ৩৮৫-৩৯৬ ডলার। অন্যদিকে ভারতের ৫ শতাংশ ভাঙা চালের দাম ছিল টনপ্রতি ৩৫৫-৩৬০ ডলার।