চাকরিচ্যুতদের কাজ ফিরিয়ে দেয়ার দাবী, ফারইস্ট লাইফে মানববন্ধন

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চাকরিচ্যুত প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীকে আবার চাকরীতে বহালের দাবী জানিয়েছেন চাকরিচ্যুতরা। একইসাথে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মো. হেমায়েত উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাউয়ারের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে ফারইস্‌ট থেকে চাকরিচ্যুত  কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।

 

মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ড নিয়ে অবস্থান নেয় চাকরিচ্যুতরা। এসব প্ল্যাকার্ডে ‘চাকুরীচ্যুত সকল কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী ফেরত দিতে হবে,’  ‘প্রধান কার্যালয়ের সকল ডির্পাটমেন্টের প্রধানকে অপসারণ করো দুর্নীতিমুক্ত ফারইস্ট গড়ো,’ ‘দুর্নীতিবার নজরুল হেমায়েত রাজ্জাকের ফাঁসি চাই’, ‘লক্ষ গ্রাহকের পাওনা ফিরিয়ে দাও’, আলমগীর কবির, সিএফও’র ফাঁসি চাই, দিতে হবে’ প্রভৃতি লেখা দেখা যায়।

এ সময় মো. নজরুল ইসলাম ও হেমায়েত উল্লাহর দৃষ্ঠান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন বিক্ষুদ্ধরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে, নানা অযুহাতে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে বীমা কর্মীদের হাজারো পরিবার অসহায় দিন যাপন করছেন। এসময় বিক্ষুব্ধরা চাকরিচ্যুতর জন্য প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সাবেক এমডি এবং সিইও মো. হেমায়েত উল্লাহ কে দায়ী করেন।

একইসাথে এদের যথাযথ শাস্তির দাবী করে বলেন, দেশের প্রথম শ্রেনীর এই জীবন বীমা প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে।  দেশের টাকা বিদেশে পাঁচার করা হয়েছে। কোম্পানির বিভিন্ন অনিয়ম, দুনীর্তি আর লুটপাটের সাথেও জড়িত, তাই নজরুল এবং হেমায়েত চক্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।