চট্টগ্রামে আগুনে দগ্ধ গৃহকর্ত্রীর মৃত্যু, ভবন মালিক আটক

চট্টগ্রাম নগরীর আকবর শাহের উত্তর কাট্টলী এলাকায় আবাসিক ভবনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে গৃহকর্ত্রী সাজেদা বেগম মারা গেছেন। এই ঘটনায় দগ্ধ আরও ৩ জনের অবস্থা আশংকাজনক। অপরদিকে নিজের দায়িত্বে অবহেলার অভিযোগে ভবনের মালিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগমের মৃত্যু হয়। চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগমের মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ পুড়েছে। তা ছাড়া আগুনে তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তিনি বলেন, আহতদের মধ্যে সাজেদা বেগমের ছেলে স্বাধীন শেখ, জীবন শেখ ও পুত্রবধূ দিলরুবার অবস্থা আশংকাজনক।

সম্পর্কিত খবর