নরসিংদীর ঘোড়াশাল বিদুৎ উৎপাদন কেন্দ্রের জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে নৌকা মার্কা সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চন্দন কুমার চোঙদার।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নরসিংদী-২ সাবেক সংসদ সদস্য-কামরুল আশরাফ খাঁন পোটন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ ইলিয়াস। সভায় আরো উপস্হিত ছিলেন মনোয়রুল ইসলাম নাসিম এবং আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী-আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি বলেন, ঘোড়াশাল পৌর মেয়র প্রার্থী তুষার নির্বাচিত হলে ঘোড়াশালকে মডেল পৌরসভা হবে। একটি উন্নত শহরে পরিণত হবে ঘোড়াশাল। ২ নভেম্বর আপনারা একযোগে নৌকা মার্কায় ভোট দিবেন। আমি কথা দিচ্ছি, আপনাদের নৌকা মার্কার প্রার্থী আল মুজাহিদ হোসেন তুষার নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ড সুন্দর পরিচ্ছন্ন এলাকা রুপে গড়ে তুলবে।