উত্তর গ্রিসের জান্থি শহরের একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ফ্রিজিং ট্রাক থেকে ৪১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) এদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে সেদেশের পুলিশ। এরা বেশির ভাগ আফগানিস্তানের নাগরিক। তবে এরা কেউ কোন ধরনের আঘাতপ্রাপ্ত হয়নি।
পুলিশ জানায়, উত্তর গ্রিসের জান্থি শহরের একটি চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চালানোর সময় একটি ফ্রিজিং ট্রাক থেকে ৪১ অভিবাসীকে উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। এবং আটক অভিবাসীদের সনাক্ত করার জন্য নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এরা সবাই অক্ষত আছে।
এদিকে গত মাসে লন্ডনের কাছে একটি ফ্রিজিং ট্রাক থেকে ৩৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। যাদের মধ্যে বেশির ভাগ ভিয়েতনামের নাগরিক ছিলো বলে ধারণা করা হয় । এরই মধ্যে আবারও ফ্রিজিং ট্রাকে করে ইউরোপে প্রবেশ করার সময় আটক হলো ৪১ জন।