“অনিশ্চিত ভোলা-ঢাকা গ্রিন লাইন রুট”

 

ভোলা ( ইলিশা) – ঢাকা রুট এ আপাতত চালু হচ্ছে না গ্রিন লাইন। গত সোমবার চালু হওয়ার কথা থাকলেও ভোলার জেলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বর্তমান এমপি জনাব তোফায়েল আহমেদ এর নিকট হতে উদ্ভোধন অনুষ্ঠান এর দিনক্ষণ ঠিক করতে না পারার জন্য তা পিছিয়ে যায়।

গত বুধবার গ্রীন লাইন কর্তৃপক্ষ ভোলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বর্তমান এমপি জনাব তোফায়েল আহমেদ এর নিকট হতে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার অনুরোধ করতে গেলে তিনি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে অস্বীকৃতি জানান এবং তিনি জানান যে, ভোলা- ঢাকা রুট এ যথেষ্ঠ পরিমাণ নৌযান রয়েছে নতুন করে কোনো নৌযান এর প্রয়োজন নেই।

এতে করে বর্তমান নৌযান মালিকরা ক্ষতিগ্রস্থ হবেন। তাই তিনি ভোলা- ঢাকা রুট এ গ্রিন লাইন চলাচলের ব্যাপারে অপরাগতা জানান।

ভোলার অভিভাবক কতৃক এমন মন্তব্যে গ্রিন লাইন কর্তৃপক্ষ এখন অনেকটাই দিশেহারা। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ভোলা – ঢাকা রুটে গ্রিন লাইন চলাচলের সম্ভাব্যতা ও দিনক্ষণ। এতে করে অনেক চড়াই- উত্রাই পার করে ভোলা – ঢাকা রুটে অনুমোদন প্রাপ্ত গ্রীন লাইন এর ভবিষ্যত এখন অনেকটাই অনিশ্চিত।

 

– লিখেছেন: নাফি্উর রহমান সিয়াম,

Bhola Development Forum(BDF) এর  ফেসবুক পেজ থেকে নেয়া।