গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বেড়েছে বিমানের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালকে কেন্দ্র করে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বিশেষজ্ঞ দলের সহযোগিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ চলছে। এরই মধ্যে বিমানের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

রাজধানীর একটি হোটেলে জাইকা ও বিমান এ নিয়ে সেমিনারের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, জাইকা বিশেষজ্ঞ দলের প্রধান উপদেষ্টা তাকাশি হিরামাতসু, বিমানের পরিচালক মতিউল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশে জাইকার প্রধান তোমোহিদি ইচিগুচি।

কর্মকর্তারা জানান, জাইকার কারিগরি সহযোগিতা প্রকল্পের অধীনে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির জন্য ২০২২ সালে দুই বছর মেয়াদি একটি যৌথ প্রকল্প গ্রহণ করে বিমান। এর মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হবে।

বিমান কর্মকর্তারা বলেন, প্রকল্পের অধীনে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট ক্রয় ও রক্ষণাবেক্ষণ, কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি, র‍্যাম্প সার্ভিস উন্নয়নসহ নানাবিধ প্রশিক্ষণ ও নীতিমালা প্রণয়নে বিমানকে সার্বিক সহযোগিতা দিচ্ছে জাইকার বিশেষজ্ঞ দল।