সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা সিটির মধ্যে গুলিস্তান এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। এখানে কোনো ধরনের শৃঙ্খলা নেই।’ তিনি আরো বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে হবে।’
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ১৩তম সভায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিটিসিএ) সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
মহানগরীর সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত ও সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মেয়রদের প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে হবে।’
সভায় ঢাকা উত্তর, দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, রাজউক চেয়ারম্যানসহ বিভিন্ন পৌরসভার মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মেয়রদের প্রতি নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিন। ফুটপাতে কোনো দোকান বসতে দিবেন না। সড়কগুলোতে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করা হয়। এগুলো বন্ধ করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভেতরে নাগরিকদের সুবিধার্থে ৬৪টি পার্কিং স্পট অনুমোদন দেওয়া হয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি এ নিয়ে কাজ করছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘রাজধানীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটো রিকশাগুলো যানজট তৈরি করছে। এগুলোকে অপসারণ করতে হবে। এ জন্য বিআরটিএসহ সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে।’
নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগ নিতেও মেয়রদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।
ঢাকার পরিবেশকে দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ঢাকায় এখন মেট্রোরেলসহ বেশ কিছু প্রকল্পের কাজ চলছে। এ জন্য বায়ূ দূষণ হচ্ছে। এ নিয়ে কাজ হচ্ছে।’