গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন শাওন

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। একইদিন অনুষ্ঠিত হবে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’র নির্বাচনও। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, অভিনয়শিল্পী সংঘ’র নির্বাচনে অভিনেত্রী-নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন সভাপতি পদে নির্বাচন করবেন!

তবে শাওন স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি নির্বাচন করছেন না। তার ভাষ্য, ‘এটা একেবারেই ভুল একটি খবর। আমার সঙ্গে এ বিষয়ে কথা না বলে খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ রইলো। আমি কোনো ধরনের নির্বাচন করছি না।’

যোগ করে শাওন আরও বলেন, ‘আমার সঙ্গে নির্বাচন নিয়ে কেউ যোগাযোগই করেনি। আর আমি নিজেও বিষয়টি জানি না। ব্যক্তিগতভাবে নির্বাচন করার কোনো ইচ্ছেও আমার নেই। আমি জানি না, এটা কেন ছড়ালো? সাফ কথা, আমি নির্বাচন করছি না।’

এদিকে শোনা যাচ্ছে, অভিনয় শিল্পী সংঘ’র বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম একটি প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন। তার সঙ্গে জুটি বেঁধে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বর্তমান যুগ্ম-সম্পাদক অভিনেতা রওনক হাসান।

এর আগে নির্বাচন প্রসঙ্গে নাসিম বলেন, ‘কিছুই চূড়ান্ত নয়। নির্বাচনের আগ মুহূর্তে অনেক তথ্যই ছড়ায়। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো কিছু বলা যায় না।’

জানা গেছে, প্যানেলগুলোর চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি। আগামী ১৪ জানুয়ারি এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে।