গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার বাদ জুমা ভৌড়াকাটা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকরুল ইসলাম সরকার, সদর উপজেলার যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান, আহ্বায়ক পদপ্রার্থী আবু তাহের মুছুল্লী, সদস্য সচিব জয়নাল আবেদিন রিজভীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

পরে শতাধিক কুরআনের হাফেজের মধ্যে খাবার বিতরণ করা হয়। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।