খেটে খাওয়া মানুষের পাশে ”ইয়থ্ ইউনিটি বাংলাদেশ”

নিজস্ব সংবাদদাতা :

ভোলায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইয়থ্ ইউনিটি বাংলাদেশ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। তরুনদের নিয়ে গড়া এই সংগঠনটি অসহায় মানুষের মাঝে চাল, আলু আর সাবান বিতরণ করে। করোনার সচেতনতার জানান দিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজেদের উদ্যোগে বিতরণ করা হয় এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ইভান তালুকদার, তানজিল হোসেন, আজিম হাওলাদার জয়ন্ত দে, অন্যান্য সদস্যদের মধ্যে মামুন, মিম, হেভেন, দিনা, বর্ষা, তামিম সহ সেচ্ছাসেবী কতিপয় তরুণ তরুণী।

 

 

ইয়থ্ ইউনিটি বাংলাদেশ এর  প্রতিষ্ঠাতা পরিচালক ইভান তালুকদার বলেন, তরুন্যের শক্তিকে ভাল কাজে লাগিয়ে তারা একটি সুন্দর পৃথিবী গড়তে চায়। এছাড়াও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেইজ থেকে প্রতিনিয়ত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক পোষ্ট করে আসছে।