আজ মঙ্গলবার ( ১৮ফেব্রুয়ারি ) খুলনা বিভাগীয় অফিসে ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ‘ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুর রহমান সানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ ) মোঃ রফিকুজ্জামান রিপু।
সভায় রফিকুজ্জামান রিপু বলেন, ২০২৫ সালে প্রথম বর্ষ দুই কোটি টাকা এবং নবায়ন এক কোটি টাকা লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোম্পানির অগ্রগতির লক্ষ্যে আমাদের নবায়ন সংগ্ৰহ এবং তামাদি পলিসি পুনরুদ্ধার করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এ সময় সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান নুরুল্লাহ সহ তদূর্ধ্ব উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।