খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : মেডিকেল বোর্ড

দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে এটি অপরিবর্তিত থাকবে কিনা বলা যাচ্ছে না। রক্তক্ষরণের সম্ভাবনা আপাতত নেই।

মঙ্গলবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এসব তথ্য জানায়।

বেগম খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হন। দীর্ঘ প্রায় ২ মাস ১৯ দিন পর মঙ্গলবার বাসায় ফিরছেন তিনি।