রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নব-নির্বাচিত সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল সরকারের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে বলেন, সরকার রেজিস্ট্রেশন ব্যয় কমিয়েছে, সিঙ্গেল ডিজিট ব্যাংক লোনের সুবিধা দিয়েছে, মার্কেট ভালো হয়েছে। মানুষের চাহিদা বেড়েছে।
মানুষের সাধ্যের ভিতরেই তাদের স্বপ্নের আবাসন যাতে তাদের হাতে তুলে দিতে পারি। আন্তর্জাতিক বাজারে রড, সিমেন্ট পণ্যের দাম বাড়ায় তা করা সম্ভব হয়ে উঠছে না। তিনি বলেন, আমদের দেশের মানুষের চাহিদা কিন্তু ছোট ফ্ল্যাট না। তবুও আমাদের চেষ্টা থাকবে যাতে মানুষ তাদের স্বপ্নের আবাসন পাক।
বুধবার রাজধানী ঢাকার সোনারগাঁও রোডে ন্যাশনাল প্লাজায় রিহ্যাবের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আলমগীর শামসুল আলামিন কাজল বলেছেন, নতুন প্রজন্ম আমাদের ব্যবসায় চলে এসেছে। তরুণদেরকেই রিহ্যাবের দেখাশোনা করতে হবে। তরুণদেরকেই রিহ্যাব লিড দিতে হবে।
তরুণ নেতৃত্বকে নিয়ে আসার দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রিহ্যাবের নব-নির্বাচিত পরিচালক ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, রিহ্যাব সভাপতির নেতৃত্বে নবনির্বাচিত কমিটি দেশের রিয়েল এস্টেট সেক্টরে গুণগত পরিবর্তন নিয়ে আসবে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের আবাসন সৃষ্টিতে সহযোগিতা করে এই কমিটির তরুণরা ভবিষ্যতে রিহ্যাবের নেতৃত্ব দেবে।
করোনাভাইরাস মহামারি সঙ্কট উত্তরণ প্রসঙ্গে রিহ্যাব সভাপতি বলেন, সঙ্কট কিন্তু থাকবে। এটাকে উপেক্ষা করা যাবে না। বাঙালি জাতি অত্যন্ত সাহসী জাতি। সঙ্কটকে সামনে রেখেই আমাদের সংগ্রাম করতে হবে।
তিনি আরো বলেন, আমরা প্রস্তুত আছি সেই কারণে। আমার বিশ্বাস, যেভাবে জীবনের ঝুঁকি নিযে কাজ করে যাচ্ছে শ্রমিক ভাই ও বোনেরা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সঙ্কট আমরা মোকাবেলা করতে পারবো।
এছাড়া রিহ্যাবের সদস্য হওয়ার ক্ষেত্রে আইনে কিছুটা শীথিলতা আনা হয়েছে বলে জানান। তিনি বলেন, সেক্ষেত্রে আমরা এখন অস্থায়ী সদস্য পদ দিচ্ছি।
রূপায়ণ গ্রুপের গেটেড কমিউনিটির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এটা এখন সময়ের দাবি। ঢাকা শহরের বাইরে আমরা যত যেতে পারবো তত ভালো হবে। যার ফলে স্বল্প মূল্যে আমরা ভালো ফ্ল্যাট ক্রেতাদের দিতে পারবো।
পরিচালক পরিষদের সভা শেষে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে রিহ্যাবের নব-নির্বাচিত সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রিহ্যাবের নব-নির্বাচিত পরিচালক ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল।
প্রসঙ্গত, মঙ্গলবার রিহ্যাব এর পরিচালনা পর্ষদ ২০২১-২০২৩ নির্বাচন শেষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি নির্বাচিত হন শামসুল আলামিন রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন (কাজল)। এছাড়াও ঢাকা থেকে কেন্দ্রীয় ভাবে নির্বাচিত ২৬ জন পরিচালক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে নির্বাচিত ৩ জন পরিচালক সর্বমোট ২৯ জন পরিচালক নির্বাচিত হন।