ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন বেমেয়াদি মিউচুয়াল ফান্ড ‘ক্যাপিটেক-আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ড’-এর ট্রাস্ট ডিড স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর মতিঝিলে বিডিবিএল ভবনের আইসিবি কার্যালয়ে মঙ্গলবার স্বাক্ষরিত এ চুক্তির আওতায় ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির স্পন্সর হিসেবে থাকছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে থাকছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।
অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মাহবুব-উল-আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান হাসান রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি