সাখাওয়াত হোসেন মামুন :
আজ ২৮শে এপ্রিল, ভাইয়া গ্রুপ অব্ ইন্ড্রাষ্টিজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোকছোদ আলী-র ১৬তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের শিল্প বিপ্লবের প্রথম দিক্ কার একজন শিল্পযোদ্ধা ছিলেন মোকছোদ আলী। ৮০-৯০ দশকে বাংলাদেশে হাতে গোনা যে কয়েকজন শিল্প উদ্যোক্তা ছিলেন তারমধ্যে অন্যতম ছিলেন তিনি। তার হাত দিয়ে তৎসময়ে ভাইয়া গ্রুপে অধীনে একে একে গড়ে উঠেছিলো প্রায় ৩০ টি শিল্প প্রতিষ্ঠান। একদিকে তিনি যেমন ছিলেন শিল্প উদ্যোক্তা, একই সাথে তিনি পরিচিত ছিলেন দানবীর হিসাবে। বৃহত্তর লাকসামে তিনি ছিলেন দল মত নির্বিশেষে সকলের আস্থা ও শেষ ভরসায় জায়গা।
ক্ষনজন্মা এই ব্যক্তি ( ৫৪ বছর) তার জীবনকালে যে সকল শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছেন তা থেকে আজও হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে যাচ্ছে। এই মহান ব্যক্তিটির পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত, বাস্তবিক অর্থে তিনি আমার আইডল। আমার চাচা আমাকে তার পাশে রেখে ব্যবসায় হাতেখড়ি দিয়েছেন। তিনি আমার কাছে অমর, আমার বিশ্বাস তিনি তার সৃষ্টির কাছেও অমর। মহান আল্লাহতালা তাঁকে বেহেস্ত নসীব করুন এবং কামনা করি তিনি অনাদিকাল বেঁচে থাকবেন তার সৃষ্টির মধ্যে।
– প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন মামুনের ফেসবুক টাইম লাইন থেকে নেওয়া…।