কিশোরগঞ্জে ১২০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ইরফান হৃদয় :

করোনা ভাইরাস সংক্রামিত সময়ে লকডাউনে থাকা অসহায় ও হতদরিদ্র ১২০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কিশোরগঞ্জের চরশোলাকিয়ার স্থানীয় বিশিষ্ট শিল্পপতি মো:আল-আমিন।

রবিবার ২৮ মার্চ দুপুরে কিশোরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড ও পার্শবর্তী এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

শিল্পপতি মো:আল-আমিন জেলার চরশোলাকিয়া এবং আশেপাশের এলাকার অসহায় ও দুঃস্থ ১২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল,পেয়াজ,তেল,আলু, সাবান) বিতরন করেন।

এমসয় আল-আমিন মাড়াইকলের সত্বাধীকারী মো: আল-আমিন বলেন, করোনা ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্যসংস্থা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেছে। এজন্য পুরো দেশ লকডাউন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় সবার উচিত মানবিকতার হাত প্রসারিত করা। আমি নিজ উদ্যোগে অসহায় ১২০ টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী দিয়েছি। ভবিষৎতে অসহায় মানুষের সেবায় নিজেকে পাশে রাখবেন, এমনটাই জানান এই সমাজসেবী।