রাশিয়ার রাজধানী মস্কোতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ফের কঠোর বিধিনিষেধের ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রশাসন এ বিষয়ে ঘোষণা দেয়।
এতে রেস্টুরেন্ট এবং খাদ্যপণ্য নয় এমন দোকানপাট বন্ধ রাখাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, দৈনিক করোনা সংক্রমণ শনাক্ত ও নিহতের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ হওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন।
দেশটির করোনা টাস্কফোর্সের হিসাবে গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৩৩৯ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন ১হাজার ৩৬জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৮৯ জনে। যা ইউরোপের কোনো দেশে সর্বোচ্চ।
বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা মারাত্মক আকার ধারণ করায় ৩০ অক্টোবর থেকে পরবর্তী কয়েক সপ্তাহ বাড়ির বাইরের যাওয়া থেকে বিরত থাকতে বলেন। প্রেসিডেন্টের এ আহবানের পর মস্কোর মেয়র সার্গেই সবইয়ানিন রাজধানীতে এ বিধিনিষেধের ঘোষণা দিলেন। ঘোষণায় তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত মস্কোর রেস্টুরেন্ট, ক্যাফে, খাদ্যপণ্য নয় এমন দোকান, ব্যায়ামাগার, সিনেমা হল এবং অন্যান্য বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। একইসাথে বন্ধ থাকবে বিদ্যালয়ও।