কম্বোডিয়ায় প্রাকৃতিক রাবার ও রাবার কাঠ রফতানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এসব পণ্য রফতানি করে ৯ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে দেশটি। সম্প্রতি কম্বোডিয়ার জেনারেল ডিরেক্টোরেট অব রাবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বছরের প্রথম তিন মাসে শুধু রাবার রফতানি থেকে আয় এসেছে ৯ কোটি ৮০ লাখ ডলারেরও বেশি। ৫ লাখ ৮৬ হাজার ৭০ ডলার এসেছে রাবার কাঠ রফতানি করে।
গত মাসে দেশটিতে প্রাকৃতিক রাবার উৎপাদন ফেব্রুয়ারির তুলনায় ৬ শতাংশ বেড়ে ৬১ হাজার ৮৩৯ টনে উন্নীত হয়। এছাড়া গত বছরের মার্চের তুলনায় উৎপাদন ১ শতাংশ বেড়েছে। রাবার কাঠ বিক্রির পরিমাণ ৩ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৮৩৬ ঘনমিটারে দাঁড়িয়েছে।
বছরের প্রথম প্রান্তিকে রাবারের গড় বিক্রয় মূল্য ৪২ ডলার কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৫৯৫ ডলারে। এবার মোট ৪ লাখ ৪ হাজার ৪৪ হেক্টর রাবার আবাদি জমির মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৯৩ হেক্টরে আবাদ করা হয়েছে। ৯৩ হাজার ৮৫১ হেক্টর জমি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, রাবার উৎপাদন বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কম্বোডিয়ার সরকার। রাবার প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগে আকৃষ্ট করা হচ্ছে। এছাড়া রাবারের অবৈধ রফতানি নিয়ন্ত্রণেও কাজ করছে সরকার।