নজরুল-সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি প্রদানের নিমিত্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ‘নজরুল-পুরস্কার’ প্রবর্তন করেছে। এই ধারাবাহিকতায় ‘নজরুল-পুরস্কারনীতিমালা ২০২৪’ অনুযায়ী ‘নজরুল-পুরস্কার ২০২৩ ও ‘নজরুল-পুরস্কার ২০২৪’ প্রদানের জন্য মনোনীত ব্যক্তিদের নাম চূড়ান্ত করা হয়েছে।
নজরুল পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত গুণীজন হলেন-
১. নজরুল গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য এ মনোনয়ন দেয়া হয়েছে প্রফেসর ইরশাদ আহমেদ শাহীনকে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার নজরুল-গবেষক ও ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক।
১. নজরুল-গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য মনোনীত হয়েছেন জনাব আবদুল হাই শিকদার। তিনি নজরুল-গবেষক ও সম্পাদক, দৈনিক যুগান্তর।
এই বিষয়ে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব মোঃ লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘নজরুলের বিদ্রোহী চেতনাদীপ্ত ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে এবারের নজরুল পুরস্কার ভীষণ তাৎপর্যপূর্ণ। এবার যারা পুরস্কৃত হলেন তারা সবাই সারা জীবনব্যাপী নজরুল চর্চায় অনন্যসাধারণ কৃতিত্বের সাক্ষর রেখেছেন। নজরুল ইনস্টিটিউট তাদের কর্মের মূল্যায়ন করে আগামী প্রজন্মের জন্য নজরুল চেতনার দ্বারকে আরও প্রসারিত করল।’