এসএসসিতে ফেল, ঘরের ভেতর কিশোরের ঝুলন্ত লাশ

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় পাস না করায় মো. রাশেদুল ইসলাম টিটু (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায়।

টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। সে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পরিবার জানিয়েছে, টিটু পদার্থ বিজ্ঞানে অকৃতকার্য হয়। এর পর দুপুর ১২টার দিকে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে রশি বেঁধে ফাঁস নেয়। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ধামরাই থানার এসআই সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে গিয়ে রাশেদুলের লাশ দেখতে পাই। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।