এসএমই ফাউন্ডেশনের ৩০০ কোটি টাকা পেলেন ৩১০৬ উদ্যোক্তা

নভেল করোনাভাইরাসের ক্ষতি কাটাতে সরকারের প্রণোদনা প্যাকেজের বরাদ্দ পাওয়া ৩০০ কোটি টাকা নির্ধারিত সময়ের আগেই ঋণ হিসেবে বিতরণ করেছে এসএমই ফাউন্ডেশন। প্রান্তিক পর্যায়ের ৩ হাজার ১০৬ সিএমএসএমই উদ্যোক্তা এ ঋণ সহায়তা পেয়েছেন। সহজ শর্তে এবং স্বল্প সুদে তাদের এ ঋণ দেয়া হয়। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের মাঝে বিতরণের লক্ষ্যে চলতি অর্থবছরের জন্য বরাদ্দ ছিল ২০০ কোটি টাকা। নির্ধারিত সময়ের ছয় মাস আগেই এসব অর্থ বিতরণ করা হয়েছে।