সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি ১৩০ জন শিক্ষানবিশ কর্মকর্তাকে নিয়োগপত্র দিয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাফর আলম উপস্থিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক।