ঝিনাইদহ শহরের মওলানা ভাষানী সড়কে মঙ্গলবার দিবাগত রাতে কামাল হোসেন (৪৩) ও পলাশ (৩০) নামে দু’জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আহতদের মধ্যে কামাল হোসেন ঝিনাইদহ-২ আসনের সরকার দলীয় এমপি তাহজীব আলম সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী (পিএস)।
তিনি হরিণাকুণ্ডুর বড় ভাদড়া গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে। আরাপপুর এলাকায় বসবাস করেন তিনি। আহত পলাশ একই উপজেলার ছোট ভাদড়া গ্রামের শাহজামালের ছেলে। তাদের দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কামাল হোসেন তার অফিসে বসেছিলেন। এ সময় হঠাৎ করে তাকে ও তার সঙ্গে থাকা পলাশকে কুপিয়ে জখম করা হয়। তবে কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দীন জানান, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে। এদিকে হামলার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আহতদের দেখতে যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম সিদ্দিকী জানান, আহত কামাল হোসেন এবং পলাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।