পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। এছাড়া কোম্পানির নাম ‘এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড’ থেকে ‘ক্রাউন সিমেন্ট পিএলসি’তে পরিবর্তন করার প্রস্তাবও অনুমোদিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লাহ্, পরিচালক মো. আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালক জাকির আহমেদ খান ও অধ্যাপক ড. এম আবু ইউসুফ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।