এনসিসি ব্যাংকের এএমডি হলেন খন্দকার নাইমুল কবির

খন্দকার নাইমুল কবির এনসিসি ব্যাংকের এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে করপোরেট বিজনেসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি ব্যাংকের বিভিন্ন কমিটির প্রধান এবং ক্যামেলকোর দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংকের কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নাইমুল কবির মিডল্যান্ড ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে দীর্ঘ ৩৮ বছরের বেশি সময় ধরে শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৪ সালের মার্চে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার সূচনা করেন।