এক রাতের জন্য কত টাকা নেন?

তন্ময় ঘোষ নামের এক ট্যুইটার ব্যবহারকারী স্বস্তিকাকে প্রশ্ন করে বসেন, ‘এক রাতের জন্য কত টাকা নেন?’ উত্তর দিতে সময় নেননি প্রতিভাবান এই অভিনেত্রী। ওই ট্যুইটটি সামনে রেখে উত্তরে স্বস্তিকা লেখেন, ‘স্যার, আপনার সেই সামর্থ্য নেই। আপনি কল্পনা করতে পারেন কেবল বিনামূল্যে। তাই সেই চেষ্টাই করুন।’

যোগ্য জবাব স্বস্তিকার। তিনি মানেই বিতর্ক। কিন্তু তাঁর অনুরাগীরা বলেন, টলিউডে এমন সাহসী, স্পষ্টবক্তা আর কে আছেন?

সোশ্যাল মিডিয়ায় প্রায় নিয়ম করেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের উদ্দেশে ধেয়ে আসে কুরুচিকর আক্রমণ।

আর প্রতিবারই স্বস্তিকা এমন উত্তর দেন, যা তারিফ কুড়োয় বেশিরভাগ মানুষের।

স্বস্তিকার এই ট্যুইটের নিচে বহু মানুষ যেমন অভিনেত্রীর উত্তরের প্রশংসা করেছেন, তেমনি অনেকেই তন্ময় ঘোষ নামে ওই ব্যক্তিকে আক্রমণ করেছেন। কেউ বলেছেন, ‘আপনার চিকিৎসার প্রয়োজন আছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন।’ অন্য একজন লিখেছেন, ‘স্বস্তিকা আপনাকে ভালোবাসি। আপনার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে।’

কিছুদিন আগেই ফেসবুকে নিজের দুটি ছবি শেয়ার করেছিলেন স্বস্তিকা। কালো-সাদা চুলের মিলমিশ, মেকআপহীন সেই ছবি দিয়ে স্বস্তিকা লেখেন, ‘Grey Matters. And yes call me old, old is sexy and I know it’. অভিনেত্রীর অনেক ভক্তই সেই ছবির প্রশংসা করলেও রাম বণিক নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে আপনাকে।’