বিদায়ী বছরে বাজার মূলধন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের। বাজার মূলধনে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি মূলধন বেড়েছে তামাক খাতের কোম্পানিটির। আগের বছরের তুলনায় সদ্য সমাপ্ত বছরে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে প্রায় ৬৬ শতাংশ।
বাজার মূলধনের দিক থেকে পুঁজিবাজারে বিএটিবিসির অবস্থান তৃতীয়। সদ্য সমাপ্ত বছর শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩২২ কোটি টাকা। যেখানে ২০২০ সাল শেষে বাজার মূলধন ছিল ২০ হাজার ৭১৪ কোটি টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৬৫ দশমিক ৭ শতাংশ। সমাপ্ত বছরের বাজার মূলধনের ৭ দশমিক ১ শতাংশই রয়েছে কোম্পানিটির দখলে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির আয় হয়েছে ২৪ হাজার ৪৪৩ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২০ হাজার ৩৮০ কোটি টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৪ হাজার ৬৩ কোটি টাকা বা ১৯ দশমিক ৯৪ শতাংশ। তিন প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ১৫৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৮৭২ কোটি টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে নিট মুনাফা বেড়েছে ২৮৪ কোটি টাকা বা ৩২ দশমিক ৫৯ শতাংশ।
তিন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১৬ টাকা ১৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৬৯ টাকা ১০ পয়সা।
অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় হয়েছে ৬ হাজার ৩৫৯ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ হাজার ৫৬৩ কোটি টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে আয় বেড়েছে প্রায় ৭৯৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৩০ শতাংশ। তৃতীয় প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৯৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল প্রায় ২৭২ কোটি টাকা।
এদিকে বাজার মূলধনের শীর্ষে থাকা গ্রামীণফোনের মূলধন ২০২০ সালের তুলনায় গত বছর ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। মোট বাজার মূলধনের ৯ দশমিক ৮ শতাংশই কোম্পানিটির দখলে রয়েছে। মোট মূলধনের ৭ দশমিক ২ শতাংশ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির মূলধন ২০২০ সালের তুলনায় গত বছর ৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে দশমিক ৪ শতাংশ। মোট বাজার মূলধনের ৪ শতাংশ কোম্পানিটির দখলে রয়েছে। বাজার মূলধন বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। ২০২০ সালের তুলনায় গত বছর কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ১৬ দশমিক ১ শতাংশ। ৩ দশমিক ৮ শতাংশ নিয়ে শীর্ষ তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে কোম্পানিটি।
বাজার মূলধনের দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মূলধন ২০২০ সালের তুলনায় গত বছর কমেছে দশমিক ৯ শতাংশ।