একাধিক যৌনদৃশ্য বাদ দিয়ে সেন্সর পেল ‘মায়া’

একাধিক যৌনদৃশ্য ও আপত্তিকর সংলাপ বাদ দেওয়া পর অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে নির্মাতা মাসুদ পথিকের সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র ‘মায়া-দ্য লস্ট মাদার’। বার্তা২৪.কমকে এমন তথ্য নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির।

এর আগে গেলো ২৭ নভেম্বর একাধিক যৌনদৃশ্য ও আপত্তিকর সংলাপের জন্য সেন্সর বোর্ড সিনেমাটির মুক্তিতে আপত্তি জানায়। এরপর আপত্তিকর দৃশ্যগুলো ও সংলাপ সংশোধন করে গত ৩০ নভেম্বর আবারও সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। গতকাল ৩ ডিসেম্বর ছাড়পত্র পায় ‘মায়া’।

 

এদিকে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর নির্মাতা মাসুদ পথিক জানিয়েছেন, সব ঠিক থাকলে ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘মায়া’।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া’। ২০১৬ সালে তথ্য মন্ত্রণালয়ের অনুদান পেয়েছিল সিনেমাটি। একই বছর সিনেমাটির নির্মাণ করা শুরু হলেও নানা জটিলতায় শেষ হয়েছে চলতি বছর।

 

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদসহ আরও অনেকেই।