বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারত করোনার টিকাদান কর্মসূচিতে নতুন মাইলফলকে পৌঁছেছে। সরকারি হিসাবে ৯ মাসে একশো কোটি ছাড়িয়েছে তাদের টিকা দেওয়ার সংখ্যা।
বৃহস্পতিবার এ খবর জানায় দেশটির গণমাধ্যম। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, চলতি বছর ১৬ জানুয়ারি ভারতে করোনা প্রতিরোধে টিকা দেওয়া শুরু হয়। মাত্র ৯ মাস বা ২৭৮ দিনে ১ বিলিয়ন (একশো কোটির) টিকাদানের মাইল ফলকে পৌঁছার কৃতিত্ব অর্জন করে দেশটি। যা করোনার সবচেয়ে বিপদজনক ডেল্টা ভ্যারিয়েন্টের মোকাবেলায় গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। এরমধ্যে ৭০ কোটি ৭০ লাখের বেশি মানুষ পেয়েছেন এক ডোজ টিকা। এছাড়া ২৯ কোটি ১০ লাখের বেশি পেয়েছেন করোনার ডাবল ডোজ টিকা। যা শতকরা হিসাবে ৩০ শতাংশ।
দেশটির সরকারের লক্ষ্য চলতি বছর শেষ নাগাদ ডাবল ডোজ টিকাগ্রহণকারী ব্যক্তির সংখ্যাকে একশো কোটিতে নেয়া। এজন্য টিকা কর্মসূচির গতি আরো বাড়াতে চায় ভারত। গত জুনে চীনের পর ভারত দ্বিতীয় দেশ যারা একশো কোটি ডোজের মাইল ফলকে পৌঁছলো।
এ মাইলফলক অর্জন উপলক্ষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে অনুষ্ঠান আয়োজন করে উদযাপনের কথা জানিয়েছেন। যদিও ভারতে বর্তমানে কভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ। যুক্তরাষ্ট্রের পরই দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছেন। তারপর তিনে অবস্থান ব্রাজিলের। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান। দেশটিতে প্রায় ৪ লাখ ৫৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যান। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ৭ লাখ ৫৩ হাজার এবং ব্রাজিলে এ সংখ্যা ৬ লাখ ৪ হাজার।