উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২ নেতাকে নোটিশ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছোসেবক দলের সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২৪ এপ্রিল) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নোটিশ দেন। নোটিশের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর উপজেরা বিএনপির সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন তুহিন।

জানা গেছে, নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ওমরাও খান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোর্শেদ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে নির্বাচন করছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ করায় দু’জনকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা অবহিত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নিদের্শ দেওয়া হচ্ছে।

জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. ওমরাও খান জানান, নির্বাচনী মাঠে আছি। নির্বাচন থেকে সরে দাঁড়াবো কিনা এখনই গণমাধ্যমকে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে দলের কাছে কারণ দর্শানোর চিঠির জবাব দিবো।

কেন্দ্রীয় স্বেচ্ছোসেবক দলের সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোর্শেদ দাবি করে বলেন, আমার বাবা একজন সাবেক সংসদ সদস্য। জনগণ আমাদের নির্বাচনী মাঠে চাচ্ছে। জনগণের কথা বলতেই নির্বাচনী মাঠে আছি এবং থাকবো।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন তুমিন বলেন, আমরা আগেই বলেছি, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই সসরকারের পাতানো নির্বাচনে অংশ নিবেন তাদের স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হবে।

এন এস